শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রামেক হাসপাতালে যুবকের মৃত্যু

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : [২] শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া বুলবুল নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। মৃত বুলবুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। তবে সে করোনা সংক্রমিত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

[৩] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ রাত সাড়ে ৯টার দিকে ইউনিভার্সাল২৪নিউজকে জানান, শ্বাস কষ্ট নিয়ে বুলবুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভর্তি হয়।এরপর তাকে ৩৯নং ওয়ার্ডে নেয়া হয়। সেখানে অক্সিজেন দেয়ার সময়ই সে মারা যায়। তার অ্যাজমা ছিলো বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কোনো চিকিৎসা দেয়ার সুযোগ পাই নি। আগেই সে মারা যায়।

[৪] তিনি আরো জানান, বুলবুলের করোনার উপসর্গ ছিল কি না তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় নমুনা সংগ্রহও করা যায় নি। তবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা খুব জরুরি ছিল। আগামীকাল বুধবার থেকে এখানে করোনার উপসর্গ পরীক্ষার ব্যবস্থা হতে পারে। রাতেই মরদেহ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা। সম্পাদনা: জেরিন আমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়