শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হতদরিদ্রদের পাশে ‘বাউনবাইরার কতা’, খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] করোনা ভাইরাস পরিস্থিতিতে অনাহারী ও অর্ধাহারী শ্রমজীবী পরিবার গুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ 'বাউনবাইরার কতা'। সংগঠনটি তাদের এই উদ্যোগের নাম দিয়েছে 'প্রজেক্ট আহার'। বুধবার সকালে শহরের পিটিআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে গ্রুপ এডমিন ডা. মাহাবুবুর রহমান এমিলের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া।

[৩] সংগঠনের পক্ষ থেকে প্রথম ধাপে ৩৫৫জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে করোনা সচেতনতায় ২০জনকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়। বাকীদের তালিকা অনুযায়ী তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়।

[৪] খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিজনকে দেওয়া হয় ৮কেজি চাউল, ৩কেজি আটা, ৪কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি পেঁয়াজ, ২৫০গ্রাম রসুন, আধা কেজি সাবান ও একটি মাস্ক।

[৫] এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, বাচিক শিল্পী সাংবাদিক মনির হোসেন প্রমুখ। বাচিক শিল্পী বাছির দুলালের সঞ্চালনায় এছাড়াও 'বাউনবাইরার কতা' গ্রুপের অন্যান্য এডমিনগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়