শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৮ জনের নমুনা পরীক্ষা, ৭ জন আইসোলেশনে

চট্টগ্রাম প্রতিনিধি: [২] করোনাভাইরাস সন্দেহে বর্তমানে চট্টগ্রামে ৭ জন আইসোলেশনে রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

[৩] এছাড়া গত চব্বিশ ঘণ্টায় ৮ জনের নমুনা পরীক্ষার করার তথ্য জানিয়েছেন বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ।
বুধবার (১ এপ্রিল) সকালে তারা এ তথ্য জানান।

[৪] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমানে আইসোলেশনে ৭ জন রয়েছেন। যেহেতু একজনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি ৬ হওয়ার কথা। কিন্তু যেহেতু মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। তাই ৭ জন দেখানো হয়েছে।

[৫] তিনি আরও বলেন, কোয়ারেন্টিন থেকে এখন পর্যন্ত ৪৫ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে আরও ৯শ ২৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন,

[৬] বুধবার ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার কাজ চলছে। এর আগে গতকাল পর্যন্ত ৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। যার সবগুলোই নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

[৭] প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিআইটিআইডি’তে আইসোলেশনে থাকা অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। যার ফলাফল আজ (বুধবার) বিকেলে জানা যাবে। তবে চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়