শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাবারের কষ্টে হিজড়া সম্প্রদায়, খোঁজ নেয়ার যেন কেউ নেই

নিউজ ডেস্ক : [২] সারাদেশে চলমান সাধারণ ছুটির জেরে সৃষ্ট ‘অচলাবস্থায়’ হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো আরও অসহায় হয়ে পড়েছেন। চেয়েচিন্তে দিন পার করা এই মানুষগুলোর খোঁজ নেয়ার যেন কেউ নেই। বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে কিছু মানুষ ও প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ালেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। বাংলাট্রিবিউন

[৩] রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকার খন্দকার গলির মাথায় একসঙ্গে আটজন হিজড়া একটি বাসায় ভাড়া থাকেন। তাদের একজন শোভা। ভাটারায় একটি চায়ের দোকান আছে তার। তবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া ১০ দিনের সাধারণ ছুটিতে তার দোকানটিও বন্ধ রয়েছে। কয়েকদিনের খাবার তিনি কিনে রেখেছিলেন। সেই খাবারও শেষ। এখন পর্যন্ত কেউ তাদের খাবার দিয়ে সহযোগিতা করেননি বলে জানান শোভা।

[৪] মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেন, ‘আমাদের কেউ খোঁজ নেয়নি। একটা দোকান করে দিয়েছিলেন ডিআইজি হাবিবুর রহমান। সেটিও বন্ধ রয়েছে। কবে খুলবো, তাও কেউ কিছু বলছে না। বাসায় যে সদাই ছিলো তাও শেষ। আজ (মঙ্গলবার) দুপুরে একজন নারী অল্প কিছু চাল দিয়ে গেছেন। সেটাই রান্না করে খাবো। আমাদের দেখার কেউ নেই।’

[৫] সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোয় তিনি হতাশা প্রকাশ করে বলেন, “স্বাভাবিক সময় দোকান থেকে ‘তোলা’ তুলে, বিয়ের অনুষ্ঠানে বা কারো সন্তান হলে সেখানে গিয়ে বকশিস নিয়ে আসি। কেউ কেউ টুকটাক কাজ করে তাদের জীবন চালায় কিন্তু দোকানপাট বন্ধ থাকায় সেই অবস্থাও নেই।’

[৬] সরকারের সহযোগিতা চেয়ে শোভা বলেন, ‘কুড়িল বিশ্বরোড এলাকা এবং ভাটারা এলাকায় অন্তত আড়াইশ’ হিজড়া থাকে। এছাড়া শ্যামপুর মিরপুর ও মগবাজারে অনেক হিজড়া রয়েছে। যাদের খবর কেউ নিচ্ছে না। সরকার পাশে না থাকলে আমরা কীভাবে বাঁচবো?’

[৭] আনুরি হিজড়া থাকেন দয়াগঞ্জের স্বামীবাগে। তিনি একজন ‘গুরু’ হিসেবে পরিচিত। পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকায় তার তিন শতাধিক শিষ্য রয়েছে। তার বাসার আশপাশে প্রায় ৫০ জন হিজড়া থাকেন। তারা কেউই এখন পর্যন্ত কারো সহযোগিতা পাননি বলে জানান আনুরি।

[৮] তিনি বলেন, ‘সমাজে আমরা এমনিতেই অবহেলিত। আমরা চেয়েচিন্তে খাই। স্বাভাবিক সময়ে সেটাই কারো সহ্য হয় না। আর এই সময় কার কাছে চাইবো? কে আমাদের সহযোগিতা করবে? সবাই এখন নিজের পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত। আমাদের দিকে তাকানোর কারো সময় নেই!’

[৯] আনুরি বলেন, ‘একমাত্র সরকার চাইলে আমাদের সহযোগিতা করতে পারে। কোনো রকম ডাল-আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে বেঁচে আছি। এভাবে চলতে পারলেই হলো। তাও কতদিন পারি, জানি না!’

[১০] হিজড়াদের মানবাধিকার ও স্বাস্থ্য নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার উম্মে ফারহানা জারিফ কান্তা বলেন, ‘আমরা বিভিন্ন জেলা ও বিভাগে হিজড়া সম্প্রদায়কে জেলা প্রশাসকদের দফতরের সঙ্গে যুক্ত করে দিয়েছি। জেলা প্রশাসকরা তাদের সাহায্য করবেন। বরিশালে ইতোমধ্যে ৫০ জন হিজড়াকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। রাজশাহীতে মঙ্গলবার দেওয়ার কথা।’

[১১] তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকেও প্রক্রিয়া চলছে, দুই-একদিনের ভেতরে তাদের সাহায্য পৌঁছে দেয়া হবে।’ ব্যক্তি উদ্যোগে হিজাড়াদের সাহায্য করতে অর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।

[১২] সার্বিক বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুবলেন, ‘হিজড়া সম্প্রদায়ের কেউ কেউ বয়স্ক ভাতা পান। তবে সব বয়সের হিজড়ারা ভাতা পান না। করোনাভাইরাসের কারণে হিজড়া সম্প্রদায়কে আলাদাভাবে কোনও সহযোগিতা করার উদ্যোগ নেই। তবে কেউ আবেদন করলে আমরা তাদের বিষয় বিবেচনা করবো। আমাদের মন্ত্রণালয় থেকে তাদের সহযোগিতা করা হবে।’

[১৩] সমাজসেবা অধিদপ্তরের প্রায় অর্ধযুগ আগের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ১০ হাজার হিজড়া রয়েছে। তবে হিজড়া সংগঠনগুলোর দাবি, এই সংখ্যা অর্ধ লক্ষাধিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়