শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বাধীনতার পর থেকেই জিডিপিতে কৃষি খাতের অবদান কমছে বেড়েছে শিল্প ও সেবা খাতে

সাইদ রিপন : [২] মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বৃহৎ তিনটি খাতের মধ্যে কৃষি খাতের অবদান কমেছে উল্লেখযোগ্য হারে। কিন্তু কৃষি নির্ভর দেশের এ খাতে জিডিপি কমলেও বেড়েছে শিল্প ও সেবা খাতে। বিশেজ্ঞরা বলছে শিল্পায়নের কারণেই জিডিপিতে শিল্পের অবদান বাড়ছে। আর বর্তমানে সেবা খাতের অবদান মোট জিডিপির অর্ধেক।

[৩] সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও জাতীয় পরিসংখ্যান সংস্থা বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্লেষণ’ শীর্ষক বই থেকে এ তথ্য জানা গেছে।

[৪] বই থেকে জানা গেছে, ১৯৭২-৭৩ অর্থবছরে কৃষিখাতের অবদান ছিলো ৪৯ দশমিক ৫৭ শতাংশ। গত অর্থবছর পর্যন্ত এ খাতের অবদান কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩২ শতাংশ। ১৯৭২-৭৩ অর্থবছরে শিল্পখাতের অবদান ছিলো ১২ দশমিক ৫৬ শতাংশ। গত ২০১৮-১৯ অর্থবছরে এটি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ শতাংশ। একইভাবে ১৯৭২-৭৩ অর্থবছরে সেবা খাতের অবদান ছিলো ৩৭ দশমিক ৮৬ শতাংশ। যা গত অর্থবছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৫৩ শতাংশ।

[৫] রিপোর্টে বলা হয়েছে, ১৯৭২-৭৩ অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা খাতের জিডিপি ছিলো যথাক্রমে এক লাখ ৩১ হাজার ৬৩৬ মিলিয়ন টাকা, ৩৬ হাজার ৪৫৩ মিলিয়ন এবং ৯৬ হাজার ৪৬৬ মিলিয়ন টাকা। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ হওয়ার পরও দিনদিন জিডিপিতে কৃষির অবদান কমে যাচ্ছে। অপরদিকে শিল্প ও সেবা খাতের অবদান ক্রমবর্ধমান। ১৯৯৮-৯৯ অর্থবছরে জিডিপিতে কৃষি, শিল্প ও সেবা খাতের জিডিপি যথাক্রমে দুই লাখ ৩৮ হাজার ৫২৯ মিলিয়ন টাকা, এক লাখ ৪৬ হাজার ৮৭১ মিলিয়ন টাকা এবং তিন লাখ ৭০ হাজার ৭১৭ মিলিয়ন টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়