শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকানদের জন্য আগামি ২ সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে

ইয়াসিন আরাফাত : [২] স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক। সিএনএন, বিবিসি, নিউইয়র্ক পোস্ট

[২] প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টদায়ক হতে যাচ্ছে।

[৩] এসময় করোনা প্রতিরোধে ট্রাম্পের তৈরি টাক্স ফোর্সের অন্যতম কর্মকর্তা ডা: ডেবোরা ব্রিক্স বলেন, ফেডারাল নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করা হলেও, ১ লাখ থেকে ২ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে।যা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

[৪] এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা চীনের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

[৫] ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৩২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ২৫ হাজারের কাছাকছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়