শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহায়তা করে নিজের তারকা ইমেজ গড়তে চান না নায়িকা শাকিবা

ইমরুল শাহেদ : করোনাভাইরাসের কারণে ছুটি ঘোষিত হওয়ার পর থেকেই নায়িকা শাকিবা বাসায় রয়েছেন। তিনি বলেন, ‘বাসায় থাকতে থাকতে এখন কিছু ক্লান্ত হয়ে পড়লেও জাতীয় স্বার্থে এটা জরুরি। সেটা ভাবলে সব ক্লান্তি দূর হয়ে যায়’। ২৬ মার্চ থেকেই শাকিবা ঘরে আছেন। ঘরে থেকেই চারদিকে ফোন করে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘আমার পরিচিতগ-ীর মধ্যে সবাই যে সচ্ছল তা নয়। আমার সামর্থ্য অনুসারে তাদের যতোদূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি’। তিনি বলেন, ‘আমি এই নিয়ে কোনো ছবি ভাইরাল করতে চাই না। এতে যাকে সহযোগিতা করা হচ্ছে তাকে ছোট করা হয়’। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং তারকাদের ব্যক্তিগত উদ্যোগে যে সব সহায়তা করা হচ্ছে, তাতে বেশি প্রাধান্য পাচ্ছে সাহায্যদাতার ছবি। ফেসবুক সয়লাব হয়ে আছে সে সব ছবিতে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে শাকিবা বলেন, ‘ধর্ম অনুসারেই দানের কথা জানান দেওয়া ঠিক নয়। যে মানুষটি দান গ্রহণ করছেন, তিনি কর্মহীন বলেই তো দান গ্রহণ করছেন। অসচ্ছল, দিনমজুর, ছিন্নমূল মানুষরাই তো দান নিচ্ছেন। তার ছবিটি ছেপে দিয়ে তাকে বিব্রত করা কেন? বিশেষ করে চলচ্চিত্র শিল্পে দৈনিক ভিত্তিতে যারা কাজ করতেন, তারা সাময়িক অসুবিধায় পড়েছেন। আমরা যারা সচ্ছল আছি, তারা তাদের সহযোগিতা করছি। এই সহযোগিতার ছবি তুলে ভাইরাল করার মধ্যে কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়