শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার বিস্তার ঠেকাতে জীবাণুনাশক ছিটানোয় ঝুঁকিতে স্বাস্থ্য ব্যবস্থা, সতর্ক করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

শাহনাজ বেগম: [২] দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের বিস্তার ঠেকাতে জীবাণূনাশক ছিটানোর যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, রোগ বিশেষজ্ঞরা এটিকে স্বাস্থ্য হুমকির পাশাপাশি সময় ও সম্পদের অপচয় হিসাবে সমালোচনা করেছেন। রয়টার্স, ইন্ডিয়া টুডে

[৩] স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও করোনা মোকাবিলায় মঙ্গলবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরবায়ার প্রদেশে ব্যাপক ভাবে জীবাণুনাশক ছিটানো হয় যা শহরটির আকাশ ঢেকে যায়।

[৪] তুরস্কের গ্র্যান্ড মার্কেট থেকে মেক্সিকো ব্রিজ এবং ভারতে অভিবাসী শ্রমিকদের উপরে যেভাবে জীবাণূনাশক ছিটিয়ে দেয় তা দেখে কৌতুক চলচ্চিত্র ঘোস্টবাস্টারসের রক্ষণাত্মক চরিত্রগুলোর দৃশ্যের মত মনে হয়।

[৫] সিঙ্গাপুরের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেল ফিশার বলেছেন, জীবাণূনাশক ছিটিয়ে কোন লাভ নেই, কারণ ভাইরাসটি পরিবেশে দীর্ঘকাল বেঁচে থাকে না তবে এটি মানুষের জন্য বিষাক্ত হতে পারে।

[৬] ক্লিনিকাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন এর এশিয়া প্যাসিফিক সোসাইটির পল ট্যাম্বিয়া বলেছেন, জীবাণু মুক্ত করতে পরিস্কার থাকার ব্যবস্থা উত্তম ছিলো। কারণ দূষিত কোন কিছু থাকলে তা নাক, মুখ বা চোখ স্পর্শ করলে সংক্রামিত হতে পারে।

[৭] তাম্বিয়াহ বলেছেন, স্প্রে করা একটি সস্তা এবং দৃশ্যমান উপায়, তবে ব্যক্তিগত এবং পরিবেশগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্কতা আরও কার্যকর।

[৮] বিশ্বের ২০৪ টি দেশ আঞ্চলে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত ৩৯ হাজার ৬৫৫ জন এ ভাইরাসে মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১৮৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়