শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসকে জয় করার পর শেখ ফয়সাল হোসেন বললেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘরে থাকুন, তাহলেই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো

সমীরণ রায়: [২] ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী ফয়সাল শেখ। তিনি জার্মানিতে লেখাপড়া করেন। গত ১ মার্চ ঢাকায় আসেন। দেশে ফেরার ১০ দিন পর তার করোনার লক্ষণ দেখা দেয়। এরপর নিজ উদ্যোগে আইইডিসিআর যান ফয়সাল শেখ। সেখানে প্রাথমিক টেস্টে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে জানানো হয়। তিনি এখন সুস্থ।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনা থেকে সুস্থ হয়ে ফয়সাল বলেন, আমি জার্মানিতে পড়ালেখা করি, গত ১ মার্চ দেশে আসি পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আসার ১০ দিন পর আমার শরীর খুব খারাপ মনে হয়। করোনার লক্ষণ দেখা দিলে নিজেই আইইডিসিআর যাই। প্রথম একটু ভয় পেয়েছিলাম, জার্মানির মতো চিকিৎসা পাবো কি না?

[৪] তিনি বলেন, আইইডিসিআর যে নির্দেশনা দেয় সে মোতাবেক কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকি। পরিবারের সদস্য এবং যাদের সঙ্গে দেখা করেছি তাদেরও হোম কোয়ারেন্টাইনে রাখে। কয়েকদিন চিকিৎসার পর কয়েক দফা টেস্ট করার পর করোনাভাইরাস নেগেটিভ আসে, পরিবারের কাছে ফিরে যাই। আমার পরিবারের অন্য কারো কোনো সমস্যা হয়নি।

[৫] আইইডিসিআর প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। খোঁজ খবর নিয়েছেন। সত্যি খুশি। যে চিকিৎসা দেয়া হয়েছে এজন্য শুকরিয়া আদায় করছি।

[৬] প্রধানমন্ত্রী ফয়সালের কাছে জানতে চান, তোমার পরিবারের কারো সমস্যা হয়নি? জবাবে ফয়সাল বলেন, 'না'। এরপর প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

[৭] মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফয়সাল তার এসব অভিজ্ঞতার কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়