শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আশা প্রত্যেককে হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার সন্ধ্যায় বলেন, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির পুরো দিন যাপনের ডেটা সংগ্রহ করা হয়। এই ডেটার ওপর নির্ভর করে একটি কর্মপন্থা বের করা হয়।

[৩] তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে নেয়া হয়। তার যদি গাড়ি চালক থাকে তাকে বাসায় না পারলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়। এছাড়া, কোনো বিয়েতে গেলে সেখানের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। কোনো বৈঠকে গেলে সেখানের লোকদেরকেও একই নিয়ম মানতে বলা হচ্ছে।

[৪] ফ্লোরা বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি জনসমাগম বা যেসব এলাকায় রিকশায় চলাফেরা করেছেন তাদেরও তালিকা করা হচ্ছে। কিন্তু এই লোকদেরতো শনাক্ত করা সম্ভব নয়। তাই ঐসব এলাকায় নজরদারি বাড়নো হয়েছে। সেখানে কারো জর, ঠান্ডা, সর্দি হলে করোনা টেস্ট করা হয়।

[৫] আইইডিসিআরের পরিচালক বলেন, আক্রান্তের সংস্পর্শে আসা বয়োজ্যেষ্টদের চিহ্নিত করা গেলে সঙ্গে সঙ্গে করোনা টেস্ট করা হয়। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়