শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লর্ডস ও মেরিলিবোন স্টেডিয়াম এখন করোনা সেবার হাসপাতাল

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব ক্রিকেটের অভিজাত স্টেডিয়াম হিসেবে পরিচিত ইংল্যান্ডের লর্ডস। ক্রিকেটের তীর্থস্থান হিসেবেও পরিচিত এটা। করোনা সংকটের সময়ে ক্রিকেটের মক্কা পরিণত হচ্ছে হাসপাতালে। একই সঙ্গে মেরিলিবোন ক্রিকেট ক্লাবও নিজেদের মাঠ ছেড়ে দিয়েছেন।

[৩] বিশ্বের একমাত্র ভেন্যু হিসেবে লর্ডসে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিশ্বকাপের ফাইনাল। লর্ডস প্রতিনিধি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা স্থানীয় সমাজের সঙ্গে খুব কাছ থেকে কাজ করছি। সংকটের সময়ে যথাসম্ভব সবকিছুই করার জন্য হাসপাতাল ও সংগঠকদের প্রস্তাব দিয়েছি। আশপাশের হাসপাতালগুলোর ডাক্তার-নার্সদের জন্য স্টেডিয়ামের ৭৫টি পার্কিং স্পেস ছেড়ে দিয়েছি।

[৪] অন্যদিকে খাবার সংকটে এগিয়ে এসেছে এমসিসি। এক বিবৃতিতে জানিয়েছে, এমসিসি লন্ডনে খাবার সরবরাহ করছে। এছাড়া যারা ক্ষুধার্তদের খাবার পৌঁছে দিচ্ছে, তাদেরও সহায়তা করছে। ইতোমধ্যে লন্ডনের বিভিন্ন স্থানে খাদ্য সরবরাহ শুরু করেছে এমসিসি।

[৫] এমসিসি ও লর্ডসের এই উদ্যোগ হয়তো পুরো বিশ্ব ক্রিকেটকেই এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে। ইতোমধ্যে পুরো বিশ্ব ক্রিকেটই একই প্রতিপক্ষ করোনার বিপক্ষে লড়াইয়ে নেমেছে।

[৬] ইংল্যান্ডে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২২ হাজার রোগী শনাক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে পুরো দেশে চলছে লক ডাউন। করোনায় আক্রান্ত বা শঙ্কায় থাকাদের জন্য প্রচুর চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খাবারের প্রয়োজনীয়তা আছে। সংকটের সময়ে মৌলিক দুটি চাহিদার জোগান দিতে এগিয়ে এসেছে লর্ডস ও এমসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়