শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শাতাধিক পরিবারকে খাদ্য সামগ্রি প্রদান

মো. আখতারুজ্জামান : [২] করোনার প্রভাবে দেশের খেটে খাওয়া দুস্থ্য ও অনাহারীদের পাশে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি ও এর যুব শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ।

[৩] সংস্থার উদ্যোগে করোনায় স্বেচ্ছাসেবী নামে সংগঠনের মাধ্যমে ৬টি জেলায় প্রায় ২৪০টি পরিবারে এক সপ্তাহের খাদ্যা সামগ্রি পৌছে দিয়েছে।

[৪] সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৫] জানানো হয়, সোমবার করোনায় স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে ঢাকার সাভারে ২৫টি রিক্সা চালক পরিবার, উত্তরায় ২৫টি, মেহেরপুরে দরিদ্র ১০০ পরিবার, খুলনার ৩০টি, কুড়িগ্রামে ৩০টি, চুয়াডাঙ্গার ৮টি ও সাতক্ষিরার ৩টি দিন মজুর, রিক্সা চালক ও হত দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

[৬] এসব পরিবারকে এক সপ্তাহের ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম তেল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ পৌছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া কিছু পরিবারে মাস্ক ও সাবান দিয়ে সহায়তা করা হয়।

[৭] এসব পরিবারকে সহযোগীতার জন্য সিসিএস সিওয়াইবির করোনায় স্বেচ্ছাসেীদের সাথে পাশে দাড়িয়েছে অনলাইন শপিং মল ইভ্যালি ও ব্র্যান্ড বাই.এক্সওয়াইজেড। এছাড়া সমাজের বিত্তবান মানুষও করোনায় স্বেচ্ছাসেবীকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

[৮] সিসিএসয়ের নির্বাহী পরিচালক ও করোনায় স্বেচ্ছাসেবীর উপদেষ্টা পলাশ মাহমুদ বলেন, দেশের সব মানুষ এখন ঘরে অবস্থান করছেন। হত দরিদ্ররা এখন অসহায় হয়ে পড়েছেন। এখন আমাদের উচিৎ তাদের মুখে দু’মুঠো খাবার তুলে দেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়