শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্য রোগীদের চিকিৎসা দিতে বঙ্গবন্ধু মেডিকেলে ২০০ বিশেষজ্ঞ নিয়ে টেলিমেডিসিন সেবা চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা না পাওয়ার খবর আসতে থাকায় একটি হটলাইন চালুর মাধ্যমে এই সেবা চালু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম জানান, এই টেলিমেডিসিন সেবা চালু হলে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবেন। খুব দ্রুতই এই নেটওয়ার্ক চালু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

[৪] ডা. রফিকুল জানান, গ্রামীণ ফোন ও আইসিটি বিভাগের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।আমরা মোটামুটি প্রস্তুত যে আমাদের ২০০ ডক্টরকে নিয়ে ২৪ ঘণ্টার সেবা চালু করব।এছাড়া এ কাজটি সহজ করতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের কারিগরি সহযোগিতা (স্যাটেলাইট নেটওয়ার্ক) পাওয়া যায় কিনা সে বিষয়েও আলোচনা চলছে।

[৫] তিনি জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর উপসর্গগুলো সাধারণ ফ্লুর মতই। কিন্তু এ রোগ এতটাই ছোঁয়াচে যে যথাযথ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ব্যবস্থা না থাকলে ডাক্তার-নার্সদের পাশাপাশি হাসপাতালের অন্য রোগীরাও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

[৬] এই পরিস্থিতিতে সাধারণ সর্দি-জ্বরের রোগীদের হাসপাতালে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। আর সরকার ভাইরাসের বিস্তার ঠেকাতে ছুটি ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় বয়স্ক অনেক জটিল রোগীকে নিয়ে স্বজনরা পড়ছেন ভোগান্তিতে। এমনকি হাসপাতালে হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে রোগীর মৃত্যুর অভিযোগও এসেছে।

[৭] এ ধরনের সমস্যায় যেন সাধারণ অসুখ-বিসুখে মানুষ ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ পেতে পারেন- সেই ভাবনা থেকেই বঙ্গবন্ধু মেডিকেল বড় পরিসরে টেলিমেডিসিন সেবা চালুর এই পরিকল্পনা নিয়েছে বলে জানান অধ্যাপক রফিকুল আলম।

[৮] তিনি বলেন, যেসব রোগের বিষয়ে ফোনে পরামর্শ দেওয়া সম্ভব তা এই হটলাইনে পাওয়া যাবে। আর যাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া জরুরি মনে হবে, তাদের ক্ষেত্রে সেই ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়