শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে হোম কোয়ারেন্টিন বাড়িতে মন্ত্রীর উপহার

লালমনিরহাট প্রতিনিধি : [২] বিশ্বজুড়ে আতঙ্কিত নভেল করোনা ভাইরাস সংক্রামন রোধে লালমনিরহাটের আদিতমারীতে হোম কোয়ারেন্টিনে থাকা বাড়িতে সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের শুভেচ্ছা উপহার পৌছে দিয়েছেন ইউএনও, ওসি।

[৩] সোমবার (৩০ মার্চ) সকালে মন্ত্রীর পাঠানো এসব উপহার হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি পৌছেন দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন ও ওসি সাইফুল ইসলাম।

[৪] আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে আতঙ্কিত প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রামন রোধে বিদেশ থেকে দেশে ফেরতদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টানে থাকতে নির্দেশ দেয় সরকার। সরকারের এ নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন উপজেলার ২২জন প্রবাসী। আদিতমারী উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ২২জনকে শুভেচ্ছা উপহার পাঠান লালমনিরহাট ২ আসনের (আদিতমারী কালীগঞ্জ) সংসদ সদস্য সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিনকে সাথে নিয়ে মন্ত্রীর পাঠানো শুভেচ্ছা উপহার হোম কোয়ারেন্টিনে থাকা প্রতিটি বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। একই সাথে মন্ত্রীর পক্ষ থেকে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেয়া হয়। প্রতিটি প্যাকেটে শুকনো খাবার, পরিস্কার সামগ্রী ও ফলমুলসহ বেশ কয়েকটি পন্য দেয়া হয়।

[৬] মন্ত্রীর উপহার পেয়ে বেজায় খুশি হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলো। এদের একজন বলেন, প্রতিবেশী তথা দেশবাসীর সুরক্ষায় নিজেরাই হোম কোয়ারেন্টিনে রয়েছি। এটাকে গ্রামের অনেকেই নীতিবাচক দৃষ্টিতে দেখে ব্যাঙ্গো করেন। যা আমাদেরকে দারুন ভাবে আহত করে। মন্ত্রীর উপহার পেয়ে যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি গ্রামের লোকজন অন্তত বুঝলো যে আমরা কোন অপরাধি না বা আমরা সমাজগর্হীত কাজ করিনি। এসময় উপহার পাঠানোর জন্য মন্ত্রী ও বাহকদের ধন্যবাদ জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়