শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত ব্যক্তির দাফন ও জানাযায় বাধা দেয়া অমানবিক, বললেন নাসিম

সমীরণ রায়: [২] মোহাম্মদ নাসিম বললেন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় বলা হয়েছে, মৃত ব্যক্তির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না, তাছাড়া ইসলাম ধর্মও এটা সমর্থন করে না।

[৩] আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, করোনার উৎসর্গ দেখা দিলে অনেকের নিজেদের গ্রামেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটাও অমানবিক। সম্প্রতি করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা দেয়া হয়েছে। এক শ্রেণির রাজনৈতিক কর্মীও বাধা দিচ্ছেন। এটা মোটেও ঠিক না। এ ধরনের কাজ করা থেকে সবারই বিরত থাকতে হবে। সবাই প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে আসুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে।

[৪] ১৪ দলের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব করোনা আক্রান্ত রোগীদের সাহায্য-সহযোগিতা করা ও তাদের পাশে দাঁড়ানো। এটা না করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে। জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট হলেই করোনা নয়। এ জাতীয় রোগীদের অবশ্যই সেবা দিতে হবে। কোনো রোগীকে সেবা দেয়ার বাইরে রাখা উচিত নয়।

[৫] তিনি বলেন, দুর্যোগকালীন এই সময়ে কেউ যদি স্বেচ্ছায় করোনা রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ করতে চায়, তাহলে তাকে উৎসাহ দেয়া উচিত। হাসপাতাল নির্মাণে বাধা দেয়া যাবে না।

[৬] সোমবার কেন্দ্রয়ি ১৪ দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

[৭] উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল আকিজ গ্রুপ। কিন্তু হাসপাতাল নির্মাণের কাজে বাধা দেন কিছু মানুষ। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়