শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে উদ্ভুত আর্থিক সংকট মোকাবেলায় নিজেদের নাগরিকদের অর্থ সহায়তা দিচ্ছে জার্মানি

মশিউর অর্ণব: [২] করোনার মৌসুমে সাধারণ মানুষের আর্থিক অনিশ্চয়তা কাটাতে জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারগুলো প্রায় পাঁচ হাজার কোটি ইউরো ভুক্তভোগীদের কাছে পাঠাবে৷ ডয়েচে ভেলে, ইকোনমিক টাইমস।

[৩] যেসব মানুষের পক্ষে ধার করে অথবা অন্য কোনোভাবে অর্থ সংগ্রহ করা সম্ভব নয়, মূলত তাদের সাহায্য করবে জার্মান সরকার৷

[৪] করোনা সংকটের ফলে যাদের আয় কার্যত বন্ধ হয়ে গেছে, ৩০ মার্চ থেকে রাজ্য সরকারগুলো বিশেষ তহবিল থেকে সেসব মানুষ ও ছোট প্রতিষ্ঠানের কাছে অর্থ হস্তান্তর শুরু করেছে।

[৫] ছোট আকারের কোম্পানিগুলো যাদের সর্বোচ্চ পাঁচ জন পর্যন্ত কর্মী রয়েছে, সেগুলো আপাতত আগামী তিন মাস ৯ হাজার ইউরো সাহায্য পাবে৷

[৬] কোম্পানিতে সর্বোচ্চ ১০ জন কর্মী থাকলে, সেগুলোকে ১৫ হাজার ইউরো পর্যন্ত সরকারি সহায়তা দেয়া হবে৷

[৭] তবে শর্ত হলো, বর্তমান সংকটের আগে কোম্পানির আর্থিক অবস্থা ভালো ছিলো, এমন প্রমাণ দিতে হবে৷

[৮] জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ার জানিয়েছেন, চাষীরাও এই অর্থ সহায়তা পাবেন৷

[৯] বড় আকারের কোম্পানিগুলোকে সাহায্য করতে সহজ শর্তে ঋণ, সরকারি মালিকানার সুযোগসহ আরও কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।

[১০] অপরদিকে, অ্যাডিডাস ও এইচঅ্যান্ডএম এর মতো কয়েকটি বহুজাতিক কোম্পানি একতরফাভাবে দোকানের ভাড়া দেয়া বন্ধ করার কথা জানিয়েছে৷

[১১] করোনা সংকটের ফলে দোকান বন্ধ হয়ে যাওয়ায় কোনো আয় হচ্ছে না, এই যুক্তি দেখিয়েছে কোম্পানিগুলো৷

[১২] এমন বেপরোয়া সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন জানিয়ে, মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়