শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে জনসচেতনতা বাড়ানো, শ্রমজীবী মানুষকে খাদ্যসহ করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ বাসদ ও গণসংহতি আন্দোলনের

সমীরণ রায়: [২] প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বের কাছে এখন আতঙ্কের নাম। এই ভাইরাস থেকে জনসধারণকে নিরাপদে রাখতে সারাদেশব্যপি কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণসংহতি আন্দোলন। ইতোমধ্যে দল দুটি রাজধানীসহ সারাদেশের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গণপরিবহনে কিটনাশক স্প্রে করেছে। একই সঙ্গে হ্যাণ্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেছে তারা।

[৩] বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, খুলনাসহ সারাদেশের ২৫ জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এসব এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং করা হয়েছে। পাশাপাশি গণপরিবহণগুলোতে কিটনাশক স্প্রে করা হয়েছে। একই সঙ্গে ২০ হাজার হ্যাণ্ড স্যানিটাইজার, ২০ হাজার মাস্ক ও সাবান দেয়া হয়েছে শ্রমজীবীসহ সাধারণ মানুষের মধ্যে। ৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশালে ডা. মণিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও সরকার স্বাস্থ্যকর্মী তৈরিতে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করলে তার জন্য প্রতিটি জেলায় যুবকদের তালিকা তৈরি করেছি।

[৪] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই আমরা কাজ করছি। ইতোমধ্যে সাড়ে ৬ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এছাড়া ৫০০ শ্রমজীবী পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আরও ৪ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ৫০০ পিপিই তৈরি হচ্ছে। যা খুব শিগগিরই বিতরণ করা হবে। একই তরুণ, স্বাস্থ্যবানদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে। তারা সাভার, আশুলিয়া, মিরপুর ও করাইল বস্তিসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়