শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার দুপুর আইইডিসিআর’র এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

[৩] ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৪ জন। ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১৯ জন। আইসোলেশনে আছেন ৬২ জন।  নতুন যে একজন রোগী শনাক্ত হয়েছেন তিনি নারী। তার বয়স বিশের ঘরে। বর্তমানে  কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৭৯০ জন।

[৪] সেব্রিনা ফ্লোরা জানান,  সুস্থ হওয়াদের মধ্যে একজনের ৮0 বছর ও দুই জন ষাটোর্ধ্ব। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান ফ্লোরা।

[৫] তিনি বলেন, আমরা যে সামাজিক বিচ্ছিন্নতার কর্মসূচী শুরু করেছি, সেটা পালন করা অত্যন্ত জরুরি, করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা যাদের বাড়িতে থাকতে বলছি, তারা অবশ্যই বাড়িতে থাকেন। যদি বের হতেই হয়, তবে মাস্ক পরে বের হন। আপনাদের কোন লক্ষণ-উপসর্গ থাকলে হাসপাতালে না নিয়ে টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি গিয়ে নমুনা সংগ্রহ করবে।

[৬] আইইডিসিআরের পরিচালক আরও জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে ছিলেন ৩৬ জন। সংক্রমণ না থাকায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আছেন ৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬ জনকে।

[৭] বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। মারা গেছেন ৫ জন।

[৮] এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়