শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্র নির্দেশিত নিয়ম-কানুন মানুষ কখন অনুসরণ করে না?

ফরিদ আহমেদ : মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সায়েমা হাসান কয়েকজন মানুষকে রাস্তায় কান ধরিয়ে দাঁড় করিয়েছেন মাস্ক না পরার অপরাধে। শুধু তাই নয়, তিনি এই দৃশ্যগুলোকে আবার ক্যামেরাবন্দিও করেছেন। এ নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে হৈচৈয়ের সীমা নেই। হৈচৈ হওয়ারই কথা, পুলিশ কিংবা প্রশাসনের কোনো অধিকার নেই মানুষকে লাঠিপেটা করার বা রাস্তায় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার কিংবা উঠবস করার। এর প্রতিটা কাজই আইনবিরুদ্ধ। আইন মানাতে গিয়ে আইনবিরুদ্ধ কাজ করার অধিকার তাদের কেউ দেয়নি। মাস্ক পরাটা বাংলাদেশে আইন হিসেবে কার্যকর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যেভাবে পুলিশেরা মাস্ক না পরার কারণে জনগণের উপর লাঠি নিয়ে মাস্তানি করছে, সেটা দেখাটা একটা ভয়ংকর অভিজ্ঞতা বটে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে একটা ব্যর্থ এবং স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে, সেটা এই দৃশ্যগুলো দেখলে এবং এগুলো দেখে আনন্দিত হওয়া একটা বিশাল সংখ্যক শিক্ষিত মানুষদের দেখলেই বোঝা যায়।
রাষ্ট্র নির্দেশিত নিয়ম-কানুন মানুষ কখন অনুসরণ করে না? যখন তাদের সচেতন করা হয় না, বা তাদের মধ্যে কর্তৃপক্ষের বিষয়ে অনাস্থা এবং অবিশ্বাস কাজ করে। সরকারকে বিশ্বাস করলে এবং মানুষ সচেতন এবং শিক্ষিত থাকলে, সরকার নির্দেশিত নিয়ম-কানুন জনগণ এমনিতেই পালন করে। সেখানে লাঠির বাড়ির প্রয়োজন হয় না। জনগণকে কোনো জিনিস বোঝানোর জন্য যদি লাঠির বাড়ির প্রয়োজন পড়ে, তবে বুঝতে হবে রাষ্ট্র এবং প্রশাসন তাদের কাজটা ঠিকভাবে করেনি। সেই সময় জনগণের লাঠির বাড়ি বরং তাদের পিঠে পড়া উচিত অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার জন্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়