শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস : প্লিজ, হ্যান্ডেল উইথ কেয়ার

আরিফ জেবতিক : ২৬ বছর বয়সী মোহামেদ বোয়াজিজি ছিলেন তিউনিসিয়ার এক মফস্বল শহরের রাস্তার ধারের এক গরিব সবজিওয়ালা। এক নারী পুলিশ তার সবজির ঝুড়িটি ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে তার মা-বাপ তুলে গালিও দেয়। এর আগেও পুলিশ তার সঙ্গে এমন ব্যবহার করেছিলো। তরুণ বোয়াজিজি ন্যায়বিচার দিতে গেলেন স্থানীয় পৌরসভায়, সেখানে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলো। ক্ষুব্ধ তরুণ বোয়াজিজি একঘণ্টা পর ফিরে গেলেন সেই পৌর অফিসে, দুঃখে অভিমানে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন তিনি। বোয়াজিজির ক্ষুব্ধ প্রতিবাদ ওই ছোট শহরের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুললো। তারা পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে এলেন। ব্লগ আর ফেসবুকের পাতায় সেই ক্ষোভ ছড়িয়ে পড়লো দ্রুত। ১৯ দিন পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন বোয়াজিজি। কিন্তু তিনি রচনা করে গেলেন এক আগুনমুখো বিদ্রোহের। যার আগুনে পুড়ে ছাই হলো প্রেসিডেন্ট বেন আলির মসনদ। সেই বিক্ষোভ ঠেকাতে কোনো শক্তি প্রয়োগ বাদ রাখেননি প্রেসিডেন্ট, কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের স্রোতে সব নির্যাতনই ত্চ্ছু হয়ে গেলো, কচুরিপানার মতো ভেসে গেলো তার ১৩ বছরের শক্ত শাসন।
এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, আপাতদৃষ্টিতে দলহীন-গোত্রহীন, একেবারেই সাদামাটা সাধারণ মানুষের শক্তি অস্বীকার করার উপায় নেই। তারা বিচ্ছিন্ন, দুর্বল, ভীত-সন্ত্রস্ত, কিন্তু তাদের বুকের ভেতরও আছে রাগ-ক্ষোভ-অভিমান। লাঞ্ছিত, অপমানিত হওয়ার সেই ক্ষোভ যদি একের পর এক জমতে থাকে, তাহলে এক স্ফুলিঙ্গই সেই বারুদে বিস্ফোরণ ঘটাতে পারে। ছোট্ট এক মফস্বল শহরে এক সবজিওয়ালার ভ্যানে এক নারী পুলিশের লাথি আর দুটো গালিতে বেন আলির ১৩ বছরের শাসন উড়ে যাবে, কে ভেবেছিলো। প্লিজ, হ্যান্ডেল উইথ কেয়ার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়