শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসির হাত থেকে খাবার পেয়ে খুশি ৬৫জন দিনমজুর!

(লালমাই),কুমিল্লা :[২]  করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের আটকাপড়া ৬৫জন কৃষি শ্রমিকের দায়িত্ব নিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর।

[৩] সূত্র জানায়,শুক্রবার বিকেলে উত্তর বঙ্গের ৬৫ দিনমজুর এলাকা যেতে না পেরে ও কাজ না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর স্কুল মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ নিজ অর্থায়নে শুক্রবার ও শনিবার দিনে-রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক জানতে পেরে শনিবার সন্ধ্যায় বিজয়পুর স্কুলে আসেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন, উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে যতদিন উত্তর বঙ্গের দিনমজুররা কুমিল্লায় অবস্থান করবে ততদিন কুমিল্লা জেলা প্রশাসন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার আটকাপড়া কৃষি শ্রমিকদেও থাকা- খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক কৃষি শ্রমিকদের মাঝে রাতের খাবার বিতরণ করেন। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়