রাশিদ রিয়াজ : [২] টানা দুই বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দরকষাকষির পর করোনাভাইরাসের ধাক্কা সামাল দিয়ে উঠতে শুরু করলেও দেশটির অর্থনীতির সক্ষমতা কিছু নড়বড়ে হয়ে গেছে বলে বলছে অর্থনীতি পর্যবেক্ষণ সংস্থা ফিচ রেটিং রেকন্স। ফোর্বস
[২] ফিচ পর্যবেক্ষক বলছেন চীনের অর্থনীতির ওপর এধরনের আঘাত সত্যিই বিধ্বংসী। শিল্পখাতে প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম দুই মাসে হ্রাস পেয়েছে সাড়ে ১৩ শতাংশ। সম্পদে বিনিয়োগ কমেছে সাড়ে ২৪ শতাংশ। খুচরা বিক্রি হ্রাস পেয়েছে ২১ শতাংশ। ব্লুমবার্গ
[৩] এরপরও মানুষের প্রাণহানি যাতে না হয় এমন ব্যবস্থায় চীনের উৎপাদন ব্যবস্থাকে ফের দাঁড় করাতে যাচ্ছেন নীতিনির্ধারকরা। সিএনএন
[৪] গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক দরকষাকষি ও পাল্টাপাল্টি উভয় দেশের পণ্য রফতানির ওপর শুল্ক বৃদ্ধির পর দেশটির জিডিপি হ্রাস পায় ৬.১ শতাংশ। এবং তা ছিল তার আগের ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর চীনের জিডিপির পরিমান ছিল ১৪.৩ ট্রিলিয়ন ডলার।