শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো পুণ্যের কাজ

ইসমাঈল আযহার: [২] আল্লাহ্ বান্দাদের সাধ্যমতো সেবা করার নির্দেশ দিয়েছেন। অন্যান্য ইবাদাতের মতো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

[৩] আল্লাহ তায়ালা বলেন, কিসে তোমাদের দোজখে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা মুমিনদের দলভূক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না। সূরা মোদদাসসির: ৪২-৪৪

[৪] নবী (সা.) উম্মতদের সাধ্যমতো সেবা করার তাগিদ দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা:) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, মুসলমান পরস্পরের ভাই। সুতারাং একজন মুসলমান অন্য মুসলমানের ওপর জুলুম করতে পারে না, তেমনি কোনো মুসলমানকে মজলুম অবস্থায় ফেলেও যেতে পারে না, একজন মুসলিম যদি অন্য ভাইয়ের কোনো উপকার করে থাকে, আল্লাহতায়ালাও তার উপকার করে থাকেন। কোনো মুসলমান যদি অন্য মুসলমানের কষ্ট দূর করে দেন, আল্লাহ তার হাশরের মাঠে কঠিন কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি অপর ভাইয়ের দোষত্রুটি ঢেকে রাখে, আল্লাহপাক কিয়ামত দিবসে তার দোষত্রুটি গোপন রাখবেন। (বু দাউদ: ৪৮৯৩ তিরমিজি:১৪২৬)

[৫] হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) সূত্রে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘দয়াশীলদের ওপর আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৪১)

[৬]রাসুল (সা.) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের ন্যায়; যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’ (মুসলিম, হাদিস : ৬৪৮০)

[৭] উল্লেখিত আয়াত ও হাদিসে গরিব, অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। অতএব দেশের এই দুর্বস্থায় স্বচ্ছলদের উচিৎ সামর্থ্য অনুযায়ী গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়