শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আর্থিক অগ্রগতি কম হওয়ায় বিটিভির কেন্দ্রীয় সম্প্রচার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রকল্পে আরও এক বছর সময় চাইছে কর্তৃপক্ষ

সাইদ রিপন : [২] বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য আইটিভিত্তিক অটোমেটেড পদ্ধতির যন্ত্রপাতি সন্নিবেশিত করে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ ফুল হাইডেফিনেশন (এইচডি) পরিবেশন করা ও স্টুডিওতে এইচডি যন্ত্রপাতি স্থাপন করা হবে। এ লক্ষে ‘বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন’ শীর্ষক ৮৩ কোটি টাকা ব্যয়ে জুন ২০১৮ সাল থেকে জুন ২০২০ সালে বাস্তবায়ন করা হচ্ছে।

[৩] পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, প্রকল্পের আওতায় আহ্বান করা দরপত্রের মাধ্যমে অটোমেটেড যন্ত্রপাতি তৈরি করতে প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে ৬ মাস সময় প্রয়োজন। এই হিসেবে চুক্তি স্বাক্ষর থেকে যন্ত্রপাতি ফাংশনিং করতে প্রায় এক বছর সময় প্রয়োজন। এজন্যই ব্যয় বৃদ্ধি বাদ দিয়ে প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়েছে।

[৪] এ বিষয়ে প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম বলেন, বিটিভি সম্প্রচার ব্যবস্থার যন্ত্রপাতি কার্যক্ষমতা কমে যাওয়ায় আধুনিক, ডিজিটাল ও অটোমেটেড পদ্ধতির যন্ত্রপাতি স্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে। আইটি নির্ভর ও ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিজিটালাইজড সিস্টেম সংস্থাপনের সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতেই ছয় মাস দেরি হয়েছে। সার্বিক দিক বিবেচনায় এ প্রকল্পটির আরও এক বছর সময় বাড়ানো দরকার। সময় বাড়লে প্রকল্পটি যথাসময়ে শেষ করা সম্ভব হবে। এবং প্রকল্পটি বাস্তবায়নের ফলে দর্শকদের সব আকাঙ্খা পূরণ করতে পারবে বিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়