শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুর হার শূন্যে, উল্টো চিত্র রাশিয়ায়

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে চীন-যুক্তরাষ্ট্রসহ পুরো উন্নত বিশ্ব যখন মৃত্যুপুরী, তখন রাশিয়ায় গতকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা মাত্র ৪ জন।  যদিও সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজারের বেশি মানুষ। যদিও পুতিন প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তারপরও রুশ কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে ব্যবস্থা নেয়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যমুনাটিভি, জাগরণ

[৩] তবে এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানী ইভান প্রিব্রাঝেনস্কি বলেছেন, হয়তো খুব শিগগিরই পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা আমাদের সামনে আসবে। মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং অর্থনীতি ধসের মুখে পড়লে, তখন পুতিনের চারপাশে ভিড় করে ঐক্য আর সামাজিক দূরত্বের নামতা পড়বেন প্রশাসনের কর্মকর্তারা।

[৪] পরাশক্তি হিসেবে বিবেচিত নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের মধ্যে, কেবল রাশিয়াতেই কোভিড-১৯ মৃত্যুহার শূন্যের কোঠায়। অথচ এ ভাইরাসের উৎসস্থল চীনসহ রাশিয়ার নিকটতম প্রতিবেশী ১৬ দেশের সবগুলোতেই ভয়াবহভাবে ছড়িয়েছে ছোঁয়াচে এ রোগটি।

[৫] অ্যালিয়েন্স অব ডক্টরসের প্রধান ড. অ্যানেস্তেজি ভ্যাসিলিভা বলেন, রাশিয়ার স্বাস্থ্যসেবাখাত করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত নয়। তাই করোনাভাইরাসকে নিউমোনিয়া বলে চালিয়ে দিচ্ছে সরকার। শুধু মস্কোতে ১৫টি হাসপাতাল নিউমোনিয়ার জন্য আলাদা করা হয়েছে। ৩টিতে করোনাভাইরাসের চিকিৎসা হচ্ছে। এতেই স্পষ্ট পরিস্থিতি কতোটা শোচনীয়।

[৬] সংক্রমণ তেমন ব্যাপক না হলেও, প্রস্তুতির কমতি নেই রুশদের। প্রেসিডেন্ট পুতিন নিজে দেখা করেছেন, করোনা আক্রান্তদের সঙ্গে। মস্কোতে শুরু হয়েছে সাড়ে ৬০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরির কাজ।

[৭] সরকারি হিসেবে, মস্কোতে চলতি বছর জানুয়ারিতে গেল বছরের তুলনায় নিউমোনিয়ার রোগী বেড়েছে ৩৭ শতাংশ। যদিও প্রশাসনের দাবি, এর সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক আমরা। মহামারির প্রথম সপ্তাহেই আঞ্চলিক ও জাতীয়-উভয় পর্যায়ে জনগণের চলাচল সীমিত করে ফেলা হয়। তাই সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অন্যান্য দেশ ভাইরাসের বিরুদ্ধে অনির্দিষ্টকালের যুদ্ধ ঘোষণা করলেও ভাইরাস নির্মূলে আমাদের ৩ মাসের বেশি সময় দরকার হবে না।

[৮] ভাইরাসের বিস্তার রোধে গত শুক্রবার থেকে বিশ্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করেছে রাশিয়া। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়