শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের এই যন্ত্রের শহরে এখনো অনেক দেবদূত আছে

সুমন্ত আসলাম : দুটো জিনিস আনার জন্য বাইরে এসেছি, বাসার কাছেই। বনলতা সুইটসের মোড়ে এক রিকশাওয়ালা তার মাস্কটা একবার মুখ থেকে নিচে নামাচ্ছেন, একটু পর আবার মুখে লাগাচ্ছেন। যথারীতি দূরত্ব রেখে বললাম, ‘সমস্যা কী’? ‘দম আটকে আসে’। বিগলিত হাসি দিলেন তিনি। ‘রিকশা চালানোও তো কঠিন কাজ। দম আটকে আসে’। (ছোটবেলায় কয়েকবার রিকশা চালানোর চেষ্টা করেছি। রিকশার হ্যান্ডেল বারবার একদিকে ঘুরে যায়। সোজা রাখতে পারিনি কিছুতেই। কঠিন কাজ)। ‘অভ্যাস হয়ে গেছে। পরথম পরথম বুকের ভেতর দাইপরাতো’। ‘দু-চারদিন রিকশা না বের করলে হয় না’? ‘হয়। কিন্তু মানুষজনের তো অসুবিধা’। ‘কীসের অসুবিধা’? ‘কিছুক্ষণ আগে এক বুড়া মানুষের পেটে ব্যাদনা। হাসপাতালে যাইবো। হাসপাতাল আবার মিরপুর ১০ নম্বরের দিকে। গাড়ি-ঘোড়া নাই। তার মাইয়াসহ তারে পৌঁছায়া দিলাম’। তৃপ্তির একটা হাসি দিলো মানুষটি, ‘এ রকম নানা অসুবিধা। এই যে...’। সিটের নিচ থেকে পলিথিনে রাখা দুটো মাস্ক বের করলেন মানুষটা, ‘তিন জায়গা থাইক্যা তিনটা পাইছিলাম। কিন্তু আমার তো আছে। একটা একজনরে দিছি। খুঁজতাছি কার চোপায় (মুখে) এইড্যা নেই, তারে আরেকটা দিমু। তারপর আর কয়ডা কামাই কইর‌্যা ডেরায় ফিরমু’। মানুষটার মুখের দিকে তাকালাম। অবিকল দেবদূতের মতো চেহারা, মুখে মাস্ক পরা দেবদূত। আমাদের এই যন্ত্রের শহরে এখনো অনেক দেবদূত। না হলে এই পাপময় সময়ে বেঁচে আছি আমরা কীভাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়