শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসে আরও ২ নারী করোনাভাইরাসে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] এ নিয়ে গাইবান্ধা জেলায় এ পর্যন্ত ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। শনিবার দুপুরে সদরের বল্লমঝাড় এলাকায় ঘরবন্দি দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবদুল মতিন এই তথ্য জানিয়েছেন। মানব জমিন, দৈনিক পূর্বকোণ, জাগো নিউজ

[৩] তিনি বলেন, নতুন করে গাইবান্ধায় দুই নারী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনেই যুক্তরাষ্ট্র প্রবাসী করোনা আক্রান্ত মা-ছেলের সংস্পর্শে ছিলেন। তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।

[৪] এদিকে জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআরের প্রতিনিধি দল। শুক্রবার গাইবান্ধার আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করে আইইডিসিআর।

[৫] তিনি বলেন, আক্রান্ত চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

[৬] করোনা প্রতিরোধে পুলিশ, সেনাবাহিনী ও রাব টহল দিচ্ছে গাইবান্ধায়। শহরের রাস্তাঘাট ফাঁকা।বাড়ি থেকে কেউ বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হয়। ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়