শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস মোকাবিলায় মেডিকেল টিম গঠন ছাত্রলীগের

সমীরণ রায় : [২] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং এ সম্পর্কিত পরামর্শ, জিজ্ঞাসা ও অনুসন্ধানের প্রয়োজনে ছাত্রলীগের উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক ডা. শাহজালালের সার্বিক তত্ত্বাবধানে এ টিমের কার্যক্রম পরিচালিত হবে।

[৩] সংগঠনটির দপ্তর থেকে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে মেডিক্যাল টিমের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে সারাদেশে ছাত্রলীগের সব ইউনিটে এ সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।

[৪] সংগঠনটি জনগণকে সার্বক্ষণিক সেবা দিতে ২৪ ঘণ্টা হটলাইনগুলো চালু থাকবে। হটলাইন নম্বরগুলো হলো : ০১৬৮০ ০৮০৪৭২, ০১৭৬০ ৩১১৫০৮, ০১৬৮৮ ৩০১৮০৪, ০১৭৩১ ১৯০৯০০, ০১৭৪৬ ৬৬৩৬৯৬, ০১৭৬৮ ১০০৬৯৬, ০১৭২৩ ৫৮৮২৪৩, ০১৭১৭ ২১৫৩৬৪, ০১৬৪৪ ৯৮৩০৫৫, ০১৬২৩ ৭৩৭৬৪১, ০১৭৯৮ ২৮৯১৬৬।

[৬] ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নানা কর্মসূচি পালন করেছি। এবার সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

[৭] ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, করোনা সম্পর্কিত যেকোনো সাহায্য এবং পরামর্শের জন্য জনগণ এ টিমের পরামর্শ নিতে পারবেন। হটলাইন ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে।

[৮] উল্লেখ্য, গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সব ইউনিটের মেডেকল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে সারাদেশে ছাত্রলীগ এসব সামগ্রী বিতরণ করছে। বিভিন্ন স্থানে মাইকিং করতে ও জীবাণুনাশক স্প্রে ছিঁটাতে দেখা গিয়েছে সংগঠনটির নেতাকর্মীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়