শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে ২ হাজার শ্রমজীবিদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে ৭ দিনের খাদ্য সামগ্রী

শামিউল হক, তাড়াশ প্রতিনিধি : [২] ব্যাক্তিগত তহবিল থেকে নিজ উদ্দ্যোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকায় দুই হাজার খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি ৭ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

[৩] তিনি জানিয়েছেন, নিজ উদ্দ্যোগে তার নির্বাচনী তাড়াশ-রায়গঞ্জ এলাকায় লক ডাউন চলাবস্থায় ৭ দিন পর পর খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা রাখবেন ।

[৪] জানা গেছে, করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারায় নি¤œ আয়ের মানুষ কৃষি শ্রমিক ,রিক্সা-ভ্যান চালক, দরিদ্র শ্রমজীবি মানুষকে গতকাল শনিবার থেকে এমপির উদ্দ্যোগে জনসমাগম না করে ৭ দিনের খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেয়া হচ্ছে।

[৫] ৭ দিনের খাদ্য তালিকায় রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মসুরের ডাল, ৫০০ মিলি লিটার ভোজ্য তেল।

[৬] এ প্রসঙ্গে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে তার ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।

[৭] অপরদিকে সংসদ সদস্য শনিবার দুপুরে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকাজে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়