শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওরাল হেলথ ফাউন্ডেশন, বিসিএস বার ক্যাডারের কর্মকর্তাদের পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

শাহীন খন্দকার: [২] শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল সার্জন এবং ডেন্টাল আউটডোরে হ্যান্ড স্যানিটাইজার, পারসোনাল প্রোটেশকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

[৩] ওরাল হেলথ হ্যান্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চারতলায় আয়োজিত এর জন্য প্রয়োজন সচেতনতা শীর্ষক আলোচনায় তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে আমাদের রক্ষা পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসচেতনতায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা নিরলস কাজ করে যাচ্ছেন।

[৪] এসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল সার্জনগণ এবং ডেন্টাল আউটডোরে হ্যান্ড স্যানিটাইজার, পারসোনাল প্রোটেশকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়। ডা. মহিউদ্দীন বলেন প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দেশের সার্বিক অবস্থা মনিটরিং করছেন। আমাদেরও করোনা মোকাবেলায় সচেতন হওয়ার সাথে সাথে রোগীদের শনাক্তকরণের জন্য করোনা পরীক্ষাকেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, চট্টগ্রামে করোনা রোগী শনাক্তকরণের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুরাতন ৮টি মেডিক্যাল কলেজেও করোনা ভাইরাস সনাক্তে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

[৫] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেনটিসট্রি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আশীষ কুমার বণিক, কোষাধ্যক্ষ ডা. হেলাল উদ্দিন প্রমুখ।

[৬] এসময়ে বিসিএস বার ক্যাডারের কর্মকর্তারা হ্যান্ড গ্লাভস, চশমা, হেড কভার, স্যু কভার, পারসোনাল প্রোটেকটিভ গাউনসহ ১০০ পিস পিপিই হস্তান্তর করেন। এছাড়া ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর ক্যামিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পক্ষ থেকে হাসপাতালের জন্য হ্যান্ডরাব বি ক্লিন ২টি গ্যালনে (১০ লিটার) প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়