সমীরণ রায় : [২] দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন ও সহায়তা করার জন্য জেলাগুলোতে কী কার্যক্রম পরিচালিত হচ্ছে তা কেন্দ্রকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
[৩] এতে বলা হয়, স্বেচ্ছাসেবকদের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, সুরক্ষা গাউন জোগাড় করে কাজে নামাতে হবে। দেশে এখন কার্যত লকডাউন চলছে। এর ফলে গরিব শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পরায় তাদের খাদ্য-ঔষধ জোগাড় করতে বিশেষ অসুবিধা হচ্ছে। প্রতি ইউনিটকে স্থানীয় বিত্তবানদের কাছ থেকে এবং নিজেদের তরফ থেকে সাহায্য জোগাড় করে এসব শ্রমজীবী মানুষদের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
[৪] বিবৃতিতে আরও বলা হয়, সরকার ইতোমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে এদের সহায়তা দিতে কিছু ব্যবস্থা নিয়েছে এগুলো যাতে সঠিকভাবে দেয়া হয় সে ব্যাপারে নজরদারি করারও আহ্বান জানানো হয়েছে। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিস সব সময় খোলা থাকবে এবং যে কোনো সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্রকে জানাতে বলা হয়।
শনিবার পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।