শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারম খেলায় ছেলের কাছে হেরে গেলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার এই দিনে সবাইকে থাকতে হচ্ছে ঘরে। বাসায় থাকতে থাকতে একঘেয়েমি যেন পেয়ে বসেছে সবাইকে। নিজেদের মতো করে নানা উপায় বের সবাই একেঘেয়েমি দূর করছেন। আর মাশরাফি বসে গেলেন ছেলে সায়েল মুর্তজাকে নিয়ে ক্যারম খেলতে। ফেসবুক

[৩] ছেলের সঙ্গে ক্যারাম খেলার সেই দৃশ্য ধারণ করা হয়েছে ক্যামেরায়। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেল বাবা-ছেলের শ্বাসরুদ্ধকর দুর্দান্ত এক ‘ম্যাচ’! শুরুতেই স্ট্রাইক নেয় সায়েল। মাশরাফিকে অবাক করে প্রথম ঘুঁটিও সে ফেলে দেয়! পরে সুযোগ পেয়ে অভিজ্ঞ হাতে নিজের কালো ঘুঁটি টপাটপ পকেটে ফেলতে থাকেন মাশরাফি। ক্রিকেটে তার ক্যারিশমা কতই তো দেখা গেছে। ক্যারমটাও যে দুর্দান্ত খেলেন, সেটি দেখা গেল এবার।

[৪] সায়েলের যখন আটটি ঘুঁটি বোর্ডে, মাশরাফির তখন ‘রেড’ কাভার দিলেই চলে। রেড ফেলেও দিলেন, কিন্তু কাভারটা দিতে পারলেন না! এরপরই সায়েলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প।

[৫] সায়েল সুযোগ হাতছাড়া না করে রেড ফেলে কাভারও দিয়ে দিল সঙ্গে সঙ্গে। মাশরাফি ‘অবিশ্বাস্য’ চোখে তাকিয়ে পুত্রের দিকে! দেখছেন, দুর্দান্ত খেলে হারা ম্যাচটা কীভাবে সায়েল বের করে নিচ্ছে। চোখের পলকে একটা একটা করে সব ঘুঁটি ফেলে দিল সে।

[৬] ছেলের কাছে রোমাঞ্চকর এক ম্যাচ হেরে ভীষণ আনন্দই পেয়েছেন মাশরাফি। এ তো আর সিরিয়াস কিছু নয়, শুধুই মজা করা। বাংলাদেশের সফল অধিনায়ক দেখালেন করোনার এই গৃহবন্দী সময়টা এভাবেই উপভোগ করতে হয়। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়