শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]রাজশাহী সিটি করপোরেশন সহ চিকিৎসকেরা কোভিড-১৯ নিয়ন্ত্রণে সচেতন জানালেন, রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক!

মুসবা তিন্নি : [২] রাজশাহীতে বর্তমানে ৭৩৫ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৫১৯ জন বিদেশ ফেরত। তবে রাজশাহীতে শনিবার সকাল পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। এবং বর্তমানে রাজশাহীর মেডিকেল সহ সকল হাসপাতালে পিপিই পৌঁছে গেছে।

[৩]সকালে রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক ডক্টর গোপেন্দ্রনাথ অাচার্য্যের সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে সারাদেশের ন্যায় রাজশাহীতেও করোনা ভাইরাস অাতঙ্ক চলছে যেহেতু এই ভাইরাস খালি চোখে দেখা যায়না এবং এখন বাংলাদেশের অাবহাওয়া অনুযায়ী সাধারণ ফ্লুর সময় তাই অামরা মেডিকেল বোর্ড গঠন করে অালোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তে এসেছি কোনো অাক্রান্ত রোগীকে নির্দিষ্ট অাইশোলেসন ছাড়া রাখবোনা এবং বর্তমানে রাজশাহীতে দুটি হাসপাতালকে কোভিড-১৯ অাক্রান্তদের জন্য অাইশোলেসন ঘোষণা করা হয়েছে।
তিনি অারো জানান, পুরো রাজশাহী বাসীকে সচেতন করা সহ অামরা নিজেরাও এ বিষয়ে সতর্ক রয়েছি।

[৪]রাজশাহীর সিভিল সার্জন ডা.এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১৯ জন, চারঘাটে ৪৬ জন, পুঠিয়ায় ৪ জন, দুর্গাপুরে ১ জন, মোহনপুরে ২০ জন, তানোরে ৪ জন, পবায় ৮ জন এবং গোদাগাড়ীতে ৪ জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন। এদের মধ্যে ভারত ফেরত ৮৮ জন, মালেশিয়া থেকে এসেছেন ২ জন, সৌদি আরব থেকে ৩ জন, ইংল্যান্ড থেকে ১ জন, দুবাই থেকে ৩ জন, উগান্ডা থেকে ১ জন, সুদান থেকে ২ জন, চীন থেকে ১ জন ও ফিলিপাইন থেকে ২ জন এসেছেন।

[৫] রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বিদেশ ফেরতদের স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও তালিকা দেখে খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়