শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীকে করোনা মুক্ত করতে ১০০ হাজার কোটি টাকা চাওয়া সেই যুবক আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : [২] প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা চেয়ে ভিডিও বার্তা দেয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেই যুবককে আটক করেছে পুলিশ। আটক শ্রাবণ (২৫) ওই উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।এর আগে ফেসবুকে শ্রাবণের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়।

[৩] সেই ভিডিওতে শ্রাবণ নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র দাবি করে বলেন, তিনি গবেষণায় পেয়েছেন কীভাবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে থেকে তিনি করোনা ভাইরাস মুক্ত করতে পারবেন। ভিডিও বার্তায় বাংলাদেশকে করোনা ভাইরাস মুক্ত করার বিনিময়ে ২৫ হাজার কোটি টাকা দাবি করেন শ্রাবণ। এটিকে 'ডিল' উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নাম্বারও দেন তিনি। শ্রাবণের এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে আটক করে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন টিটো আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে থানায় মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়