শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি নিয়ে আওয়ামী লীগে অসন্তোষ

ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতির ঘাটতি নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, প্রস্তুতি নিয়ে এ মন্ত্রণালয়ের অবহেলাই আতঙ্ক ও আশঙ্কায় ফেলেছে দেশবাসীকে।
[৩] দল ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ফেইসবুকসহ অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি কর্মকর্তাদেরও কড়া সমালোচনা করছেন। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মন্ত্রীদের ‘লাগামহীন কথাবার্তায়ও বিরক্ত এবং বিব্রত তারা। এছাড়াও বর্তমান পরিস্থিতির জন্য আমলাদেরকে দায়ী করছেন তারা।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বলেন, এরা আসলে লুটপাট করতে এসেছে। এরা আওয়ামী লীগকে বদনামের ভাগীদার করতে চায়। সম্পাদকমণ্ডলীর ২ জন সদস্য বলেন, এরা দায়িত্বশীল হবে কী করে। এরা তো রাজনীতি করে সংসদ সদস্য হননি। মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, এমন কয়েকজন আছেন যারা রাজনীতি না করেও আজ এ অবস্থায় এসেছেন।

[৫] তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণলায়সহ সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়গুলো প্রস্তুতি নিয়ে রাখার পর্যাপ্ত সময় পেয়েছে। কিন্তু বিষয়টি অবহেলা করে বা আমলে না নেয়ায় আজকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, বিশ্বের আক্রান্ত অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশ প্রস্তুতি নেয়ার জন্য বেশি সময় পেয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট মন্ত্রণালয়ও দায়ী এমন অবহেলার জন্য। বৈশ্বিক পরিস্থিতি আমলে নিয়ে ওই মন্ত্রণালয়গুলো যৌথভাবে একটি সিদ্ধান্ত নিলে আজ দেশের মানুষকে এ পরিস্থিতিতে পড়তে হতো না ।

[৬] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, দেশে এখনও পর্যাপ্ত পরীক্ষাগার এবং কিট নেই। নেই  ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম (পিপিই)। যা শুধু অবহেলার কারণেই ঘটেছে। আর্থিক সঙ্কট এসবের জন্য দায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য, বিমান ও পর্যটন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই যৌথ মিটিং করে প্রস্তুতি নিয়ে রাখলে আজকে এ আতঙ্ক তৈরি হতো না। তাদের অবহেলাই আজকের পরিস্থিতির জন্য দায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবী জানান তিনি।

[৭] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য বলেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে আজ আমরা কেউই ঝুঁকিমুক্ত নই। আমাদের পরিবার-পরিজন সবাই এখন ঝুঁকিতে। প্রস্তুতি নিতে ঘাটতি ছিল বলেই দুরবস্থায় পড়েছি আমরা। আজকে যে প্রস্তুতি নিতে হচ্ছে, এগুলো আগে থেকেই নিয়ে রাখা হলে আমরা নিরাপদ থাকতাম।

[৮] তবে গতকাল এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা সত্য যে, এই (করোনাভাইরাস) যুদ্ধ আসবে বা এই যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি পৃথিবীর কোনো দেশেরই ছিল না। আমাদেরও ছিল না। যদিও এখানে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন অহেতুক গুজব থেকে বিরত আমাদের থাকতে হবে। সরকারের আন্তরিকতা ও স্বদিচ্ছার  অভাব নেই।

[৭] সাধারণ মানুষ করোনাভাইরাস পরীক্ষা করতে পারছে না বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, কিছু কিছু দুর্বলতা ছিল, তা কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস পরীক্ষা করার সক্ষমতা বাড়ানোর জন্য সরকার জোরদার চেষ্টা করছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম
সূত্র- বণিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়