শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটির জনসংহতির সাবেক কর্মী ও জেএসএসলারমার গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি: [২] গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার রূপকারি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

[৩] রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দলের ভ্রাতৃত্বঘাতি সংঘাত ও রাজনৈতিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাবেক সদস্য ভূষণ চাকমা দুদোরবুকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি থেকে বহিষ্কার করা হয় ভূষণ চাকমা দুদোরবুকে। সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যোশি চাকমা এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বহিষ্কার করা হলেও তিনি সংগঠনের সমর্থক ছিলেন।

[৫] পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) অন্যতম শীর্ষ নেতা ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা জানিয়েছেন, ‘নিহত ভূষণ আমাদের সমর্থক। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’

[৬] এবিষয়ে জানার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও তাদের কারও মোবাইল খোলা পাওয়া যায়নি।

[৭] বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মনজুর হক জানিয়েছেন, নির্মল চাকমা ছেলে ভূষণ চাকমা দুদোরবু (৪৫) নামের এক জেএসএস (এমএনলারমা) সমর্থককে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তার মূল বাড়ি বঙ্গলতলী হলেও তিনি পরিবার নিয়ে রূপকারিতে থাকতেন। তার স্ত্রীও গুলিতে আহত হয়েছেন বলে শুনেছি। কেউ যদি অভিযোগ করতে না আসে পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়