শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে চিকিৎসা পাচ্ছেন না সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের, সাধারণ রোগীরা

লাইজুল ইসলাম : [২] রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। রোগীরা বলছেন, সাধারণ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগীদের আইইডিসিআরে পাঠিয়ে দেয়া হচ্ছে।

[৩] সেখানেও পরতে হচ্ছে বিড়ম্বনায়। বিদেশ ফেরত বা এ ধরনের কারও সংস্পর্শে না আসাদের চিকিৎসা করছেন না চিকিৎসকরা।

[৪] আরিফ নামের এক রোগী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানেও চিকিৎসা হচ্ছে না। বলা হচ্ছে, যারা বাহির থেকে আসছে শুধু তাদের জন্য চিকিৎসা। আমাদের চিকিৎসা না করলে কিভাবে বুঝবো আমরা এ রোগে আক্রান্ত।

[৪] এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ ধরনের রোগীদের জন্য আলাদা কাউন্টার ও হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তবে যাদের সাধারণ হাঁচি-কাশি তারা যেন এ মুহুর্তে হাসপাতালে না যেয়ে টেলিফোনে চিকিৎসা নিতে চেষ্টা করেন।

[৫] মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ বলেন, সর্দি-কাশি হলেই আপনি হাসপাতালে গিয়ে টেষ্ট করবেন এটা নিয়ম না। যারা বাহির থেকে কেবল এসেছে তাদেরই টেষ্ট করা হয়।

[৬] তবে আক্রান্ত হবার ভয় পাচ্ছেন ডাক্তাররা। তবে, আইইডিসিআর বলছে, করোনা এখনো আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। সম্পাদনা : রাজীব রায়হান

  • সর্বশেষ
  • জনপ্রিয়