শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাঁকা বিমানবন্দরে তিন দিন অনাহারে একা তরুণী!

অনলাইন ডেস্ক : [২] পঁচিশ বয়সের তরুণীর পরনে আধভেজা, ময়লা ডেনিম। এই গরমেও গায়ে সাদা ফুলহাতা সোয়েটার। পায়ে মোজা, স্নিকার্স। কোলে ছোট একটা সবুজ ব্যাগ। পাশে বড় আর একটি ব্যাগ।

[৩] বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে পাওয়া গেল ভারতের কলকাতা বিমানবন্দরের ‘অ্যারাইভাল’-এর বাইরে, একতলায়। গুটিসুটি মেরে চেয়ারে বসে ঘুমোচ্ছিলেন। চার দিক নিস্তব্ধ। বিমানবন্দর থেকে যাত্রী-বিমানের ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে প্রায় ৩৩ ঘণ্টা আগে। হাতে গোনা কয়েক জন নিরাপত্তাকর্মী ও অফিসার ঘুরে বেড়াচ্ছেন।

[৪] তারাই জানালেন, গত তিন দিন ধরে ওই চত্বরেই ঘুরে বেড়াচ্ছেন এই তরুণী। পুলিশকে বারবার বলেও লাভ হয়নি।

[৫] কী করছেন এখানে? এ দিন সকালে তাকে ডেকে এ প্রশ্ন করতেই ভয়ানক চটে গেলেন ওই তরুণী। চাঁচাছোলা ইংরেজিতে বললেন, “আমাকে একা থাকতে দিন।” কিন্তু এখানে কী করছেন? আপনার বাড়ি কোথায়? এ বার জবাব এল, “পরে বলব। বিরক্ত করবেন না।”

[৬] গত তিন দিন ধরে এই তরুণী ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দর চত্বরে। ঝরঝরে ইংরেজির পাশাপাশি হিন্দি ও বাংলাও বলতে পারেন। কিন্তু কেন তিনি ওখানে ঘুরছেন, তা নিয়ে সকলেই বিভ্রান্ত। নিরাপত্তাকর্মীদের সন্দেহ, মানসিক সমস্যা রয়েছে। অসংলগ্ন কথা বলছিলেন।

[৭] বেশ কয়েক বার প্রশ্ন করায় তরুণী জানান, তার নাম অলকা কুমারী। বাড়ি দিল্লির কাছে গ্রেটার নয়ডায়। তার অভিযোগ, “এই একই প্রশ্নের উত্তর গত তিন দিনে অন্তত একশো বার দিয়েছি। আমি ক্লান্ত, বিরক্তও। সংবাদমাধ্যম, পুলিশ, নিরাপত্তা সংস্থা-সবাইকে ঘৃণা করি। আমি তো কোনো অন্যায় করিনি। তা হলে বারবার বিরক্ত করা হচ্ছে কেন?”

[৮] অলকার দাবি, তিনি একটি প্রোজেক্টের কাজে গত রবিবার শহরে আসেন। এখানে তার এক বন্ধু রয়েছেন। কিন্তু সেই বন্ধুর নাম-ঠিকানা জানাতে রাজি হননি। অলকার বক্তব্য, গত মঙ্গলবার তিনি কলকাতা থেকে দিল্লি ফেরার চেষ্টা করলেও কোনো বিমানে জায়গা পাননি। যদিও নিরাপত্তা অফিসারেরা এ কথা বিশ্বাস করতে নারাজ।

[৯] অলকার দাবি, মঙ্গলবারের পর থেকে তিনি বসে রয়েছেন বিমানবন্দরে। উড়ান ফের চালু হলে ফিরবেন বাড়ি। সেখানে তার মা ও ভাই রয়েছেন।

[১০] অলকা জানান, তার সঙ্গে টাকাপয়সা বিশেষ নেই। পুলিশের অনুমান, গত দু’দিন ধরে তিনি অভুক্তও থাকতে পারেন। সঙ্গের পানির বোতলও খালি। অলকার কথায়, “কারও সাহায্যের প্রয়োজন নেই।” আপনি কী চান? তরুণীর জবাব, “আমার ফোনটা ভেঙে গিয়েছে। তবু আমি চেষ্টা করলে চার্জ দিতে পারব। আমার কাছে নগদ টাকা নেই। হাজার পাঁচেক দরকার। কেউ যদি তার অ্যাকাউন্ট নম্বর দেন, তা হলে আমি নেট ব্যাঙ্কিং মারফত টাকাটা ফেরত পাঠাব।”

[১১] টাকা নিয়ে কী করবেন? অলকা বললেন, “থাকার জন্য ডরমেটরির খোঁজ করব। মোবাইলটা সারাব। তার পরে দিল্লি ফিরে যাব।” আপনি কি জানেন, শহর জুড়ে সব বন্ধ? সম্ভবত আপনি কোনো ডরমেটরিতে জায়গাও পাবেন না। কবে বিমান চালু হবে, তারও নিশ্চয়তা নেই।

[১২] তরুণী জানান, তিনি চেষ্টা করবেন। না পেলে পুলিশের সাহায্য চাইবেন।

[১৩] বুধবার পণ্যবাহী দু’টি বিমান কলকাতা থেকে ওঠানামা করেছে। তার একটি গিয়েছে দিল্লি। অলকা জানান, বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করে সেই বিমানে তিনি দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন।

[১৪] নিরাপত্তা অফিসারদের প্রশ্ন, অলকার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ যে নেই, তা কে বলতে পারে? বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অলকা যেহেতু গেটের বাইরে রয়েছেন, তাই তার দেখভালের দায়িত্ব পুলিশের।

[১৫] সিআইএসএফ সূত্রের খবর, বুধবার বিষয়টি স্থানীয় থানাকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি। শেষে বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের ডাক্তারদের দিয়ে অলকার পরীক্ষা করানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজারহাটের কোয়রান্টাইন সেন্টারে। সূত্র: আনন্দবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়