শিরোনাম
◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সেনা তৎপরতা বৃদ্ধি

আরএইচ রফিক,বগুড়া : [২] করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সহায়তা প্রদানে দ্বিতীয় দিনে বগুড়া সদর শহর ও জেলা বিভিন্ন স্থানে সেনা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে সেনা সদস্যরা বগুড়া শহর ও শহরের আশ পাশে তাদের টহল জোরদার করে । একই সাথে বগুড়া সদর সহ জেলার ১২টি উপজেলা সদর ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তাদের তৎপরতা চালায় ।
[৩] গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় প্রশাসনকে সহায়তা দিয়ে সেনাবাহিনীর গাড়ী বহর গুলি শহরের বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করে । এসময় তারা হ্যান্ড মাইকে করোনা ভাইরাসের ভয়বহতা এবং এর প্রতিকার বিষয়ে সচেতনতা মুল্য প্রচার চালায় । বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, সেনা বাহিনীর সদস্যরা এসময় বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ব্যাক্তিদের খোজ খবর করেন এবং কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের বিষয়ে খোজ খবর করেন । এছাড়াও তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এসময় তারা সব ধরনের মানুষকে নিরাপাত্তার জন্য নিজ বাড়ীতে থাকারপরামর্শ বার্তা প্রচার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়