শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের কোনো দরিদ্র দেশে করোনাভাইরাস এখনো সে অর্থে হানা দেয়নি

মো. গোলাম সরওয়ার : করোনা ভাইরাসের এখন পর্যন্ত সত্য হলো, এটির তা-ব যাচ্ছে উন্নত বিশ্বের উপর দিয়ে, যারা বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকেন। আমরা স্বীকার করবো, বিশ্বের কোনো দরিদ্র দেশে এটি এখনো সে অর্থে হানা দেয়নি। আশ্চর্যের ব্যাপার হলো, আক্রান্ত উন্নত সভ্যতার সীমান্তের দরিদ্র দেশগুলোও এখনো তেমন ট্র্যাপে পড়েনি। এখানেই আমরা শেষ আশা রাখি। আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ বিশ্বনেতৃত্ব নিয়ে শীতল যুদ্ধের ওয়ারজোনের কোন বলয়ে নেই।
একটু সচেতন হলেই আমরা এই মহামারী এড়িয়ে যেতে পারি। যেহেতু আমরা টার্গেটেড নই, সেহেতু আমরা টার্গেটেড এরিয়া থেকে আক্রান্ত কোনো ভাইরাস হোস্টের সঙ্গে দূরত্ব বজায় রেখেই সফল হতে পারি।
অনেকে নানান তথ্য উপাত্ত পড়ে ভীত। ব্র্যাকের গবেষণাও এই আতঙ্কে ইন্ধন দিয়েছে। ব্র্যাকের গবেষণার অতীত প্রেডিকশনগুলোর সত্যতার ইতিহাস তেমন সমৃদ্ধ নয়। সেটা ভিন্ন বিতর্ক। তবে বৈশ্বিক ডাটাগুলো আমাদের আশা দেখায়, করোনা পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রকে সে অর্থে আক্রমণ করেনি। আমরা মনে রাখি; পৃথিবী মানেই চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, তুরস্ক, জার্মান, কানাডা আর ইরান নয়। বরং বিশ্ব আরো অনেক বড়। ৭৩০ কোটি মানুষের বিশ্বের দেশের সংখ্যা দুই শতের বেশি।
সে হিসেবে আমরা আশা করতেই পারি, বাংলাদেশে তেমন কিছু হবে না, যেমন ভয় আমরা পাচ্ছি। তবে সে জন্যে আমাদের দায়িত্ব আছে সচেতন থাকার; আমাদের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত নিয়মগুলো মেনে চলার। আশা করি সামনে আলোকিত দিন আসছে। হঠাৎ আশা আতঙ্ক হঠাৎই চলে যাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়