শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে বিরাজ করছে নীরবতা, চলছে সংক্রমণ প্রতিরোধে সিভিল প্রশাসনের বিভিন্ন কার্যক্রম

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ ঘর থেকে বের হয়নি। সংবাদকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, গুটিকয়েক দোকানি ও স্বল্প আয়ের হাতেগোনা কিছু লোকজন ছাড়া কেউ বাইরে আসছেন না। রাস্তাঘাট, অলিগলি প্রায় ফাঁকা।

[৩] প্রশাসনের কঠোর নির্দেশনা থাকায় সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হচ্ছে নগরের অধিকাংশ দোকানপাট। শহীদ মিনারমুখী জনস্রোত দেখা যায়নি, অন্য দিনগুলোর চাইতে তাই ব্যতিক্রম ছিল স্বাধীনতা দিবসের এই দিনটি। সড়কে কমে গেছে যানবাহন চলাচলও।

[৪] বুধবার (২৫ মার্চ) সকাল থেকে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। সিভিল প্রশাসনের কাজে সহায়তা করছেন তারা। শুধু খোলা রাখা হচ্ছে কয়েকটি ওষুধ এবং মুদির দোকান। বিভিন্ন এলাকায় মসজিদ থেকে আজানের আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে জনগণকে সচেতনতার বার্তা দিতে আহŸান জানিয়েছে সিএমপি। এছাড়া হোম কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনাসহ প্রশাসনকে সহায়তা করছেন সেনাবাহিনী।

[৫] কোনো জায়গায় অধিক লোক যাতে জড়ো হতে না পারে, ৫,৭ জনের বেশি লোক যাতে জড়ো না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে সেটা নিশ্চিত করছে সেনাবাহিনী।

[৬] এদিকে ট্রেন ও বাস সার্ভিস বন্ধ থাকায় নগরজুড়ে বিরাজ করছে নীরবতা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন  এবং ফায়ার সার্ভিসের কর্মীরা  জীবাণুনাশক  পানি ছিটিয়েছেন নগরীর বিভিন্ন অলিগলিতে তাছাড়া অনেক স্বেচ্ছাসেবী  সংগঠনও জীবাণুনাশক পানি স্প্রে করেছেন। সম্পাদনা: আরিফ হোসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়