শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার পর থেকে আমাদের স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নতি হয়েছে, বললেন ডা. কামরুল হাসান খান

মাসুদ হাসান : [২] বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একেবারে প্রান্তিক পর্যায় থেকে বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে। তিনি চিকিৎসা ব্যবস্থা পরিকল্পনায় একটি সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছিলেন এবং বস্তবায়নের লক্ষ্যে কাজ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু জেলা-উপজেলা পর্যায়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। স্বাধীনতার পর পর অনেকগুলো হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আজকে আমাদের দেশে অনেকে বিনামূল্যে সরকারি হাসপাতালগুলো থেকে চিকিৎসাসেবা নিচ্ছে। এটা সম্ভব হচ্ছে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে।
[৩] এই চিকিৎসক আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন এ রকম অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন যার সুফল সাধারণ মানুষ এখন ভোগ করছেন। [৪ বঙ্গবন্ধু সর্বক্ষেত্রে এ দেশের গরিব-দুঃখী মানুষের কথা বেশি চিন্তা করতেন। তিনি চেয়েছিলেন এ দেশের মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। তিনি চিকিৎসাসেবার বাজেটের বিষয়ে ছিলো উদার, কোনোক্রমেই যেন দুঃখী মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যেই তিনি দেশের জন্য কাজ করে গেছেন। [৫] সর্বোপরি স্বাধীনতার পর থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে, আমাদের সরকারি হাসপাতালের পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডাক্তার, নার্সদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটাকে ইতিবাচকভাবে ভাবা যায়। [৬] তিনি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসাসেবা বা স¦াস্থ্য ব্যবস্থার যে পরিচিতি সেটা যথেষ্ট পর্যায়ে আছে। আমাদের কিছু দুর্বলতা আছে যা আমাদের দেশের পক্ষে চট করে পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের অর্থনৈতিক অবস্থা, মানুষের মাথাপিছু আয়, আমাদের প্রশাসনিক মনিটরিং কিছু দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠতে পারলে আমাদের ব্যবস্থাপনা একটু উন্নত করতে পারলে আমাদের স¦াস্থ্য ব্যবস্থার প্রসার আরও উন্নত মানের হবে আমি আশা রাখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়