শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে রুপালী বাংলা জুট মিলের বকেয়া পাওনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক চা দোকানদারের মৃত্যু, শ্রমিক-পুলিশসহ আহত ৭

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : [২] দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলের বকেয়া পাওনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। ঘটনায় শ্রমিক, পথচারী, পুলিশসহ ৭ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহত চা দোকানদার হুসনা মোড়ের মোহাম্মদ আলীর পুত্র সুরত আলী (৪০)।

[৩] আহতরা হলেন, ওই জুট মিলের শ্রমিক হুসনা গ্রামের প্রফুল্ল চন্দ্রের পুত্র রাজ কুমার (২৪), বিরল হাসপাতাল এলাকার আহাম্মেদ আলীর পুত্র রায়হান (১৯)এবং হুসনা গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র ইব্রাহিম (৫৫)। এর মধ্যে রাজ কুমারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর দু’জন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

[৪] জানাগেছে, করোনাভাইরাসের কারনে বিরল পৌর এলাকার রবিপুর রুপালী বাংলা জুটমিল বন্ধ করে দেয়া হবে বলে বুধবার বিকেলে তিন সপ্তাহের বকেয়া পাওনা টাকার জন্য শ্রমিকরা জুট মিলের অফিসের সামনে বিক্ষোভ করতে থাকে। ওই মিলের এম.ডি আলহাজ্ব এম, আব্দুল লতিফ উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে উল্টো শ্রমিকরা আরোও ক্ষিপ্ত হয়ে উঠে এবং মিলের অভ্যন্তরে ও বাইরে ভাংচুর শুরু করে।

[৫] খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৮ টার ছোররা গুলি ও কাদানি গ্যাস ছুড়ে। পুলিশের ছোররা গুলিতে চা দোকানদার সুরুত আলী আহত হলে তাকে দ্রæত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষাণা করে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিব হাবিব পনিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানি গ্যাস ও ছোররা গুলি ছোড়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়