শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁ’র বাড়িতে বাড়িতে উড়ছে লালপতাকা

সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : [২] কোন বিপ্লবী’র বাড়ি নয়, কমিউনিস্টি নেতারও বাড়ি নয়- উড়ছে লাল পতাকা বিদেশ ফেরত নাগরিকদের বাড়িতে । ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের বাড়িতে সতর্কতা হিসেবে লালপতাকা টাঙিয়ে দেয়া হচ্ছে।আর বাড়ি গুলোতে পাহারা দিচ্ছে গ্রাম্যপুলিশ (চৌকিদার)।

[৩] সোমবার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের একটি বাড়িতে লালপতাকা উড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন । ওই বাড়ির সদস্য আবুধাবিতে থাকতেন। মরনব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তিনি দেশে ফিরেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ।
সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ আব্দুল্লাহ আল মামুন বলেন,করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতা হিসেবে এধরনের পদক্ষেপ নেয়া হয়েছে । তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম বলেন এটি জাতীয় কোন নির্দেশনা নয় । সর্তকতার্ হিসেবে স্থানীয়ভাবে তা করা হচ্ছে । হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে হাজার। এ পর্যন্ত এ জেলায় হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে বিভিন্ন দেশ থেকে আসা নারী-পুরুষ ২১৬ জন।
এই তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার ।
অপর দিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম।
তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেয়া শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়