শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় মাস্ক ছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি নিষেধাজ্ঞা

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, তা না হলে বিক্রেতা তার কাছে কোনকিছু বিক্রি করবে না, এমনই চিত্র দেখা গেছে পূর্ণীমাগাঁতীর গয়হাট্টা বাজারে। এছাড়াও এই ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশের সময় মাস্ক বাধ্যতা মুলক পরিধান করতে হবে, যদি কেউ মাস্ক ছাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করতে চায়,তাহলে তাদের কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে সবাই কে সুরক্ষিত করতে এমনই উদ্যোগ নিয়েছে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার।

[৩] এই উদ্যোগ বাস্তবায়ন করতে তিনি বিভিন্ন এলাকায় কমিটি গঠন করেছেন। সেই কমিটিদের কাজ শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার নিয়ন্ত্রণ রাখা। ইউপি চেয়ারম্যানের এমন উদ্যোগ সকলেই নেতিবাচক হিসেবে দেখছেন। সকলেই মনে করছে করোনা ভাইরাস রোধে এটা অনেক ভালো একটা পদক্ষেপ।

[৪] বুধবার সকালে উপজেলার পূর্ণীমাগাঁতী বাজার এবং গয়হাট্টা বাজার এলাকায় ২ হাজার মাস্ক এবং সাবান বিতরণ করছেন। বাজার ও গ্রাম এলাকায় হাত ধোঁয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন । এছাড়াও লোকসমাগম কমানোর জন্য সবাই কে সচেতন করছে।

[৫] এসময় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকল কে সচেতন হওয়ার জন্য আহবান জানান। এবং বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য মাইকিং করেন। তিনি আরো জানান পূর্ণীমাগাঁতী ইউনিয়ন এলাকায় প্রবেশ করতে মাস্ক পরিধান বাধ্যতা মুলক পরিধান করতে হবে।

[৬] উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার যে উদ্যোগ নিয়েছে, এমন উদ্যোগ কে সাধুবাদ জানাই। বর্তমানে করোনা ভয়াবহ থেকে রক্ষা পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যানের এটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের সকল ইউপি চেয়ারম্যান এমন পদক্ষেপ গ্রহণ করলে অনেক ভালো হতো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়