শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে, ছুটি চলাকালীন সময়ে বিকল্প হিসেবে ঘর কেন্দ্রীক নিয়ন্ত্রণ কক্ষ

শরীফ শাওন : [২] মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম জানান, সাধারণ ছুটির আওতায় অফিস বন্ধ হয়ে যাচ্ছে। এসময় নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পরিচালনার বিকল্প হিসেবে ঘর কেন্দ্রীক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার একটি সার্কুলার আসতে পারে।

[৩] তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ৬০ থেকে ৭০টি দল। কর্মক্ষেত্রে তারা কোন প্রকার বাধার মুখে পড়লে সহযোগীতার জন্য নিয়ন্ত্রণ কক্ষে জানাতে পারেন। এছাড়াও এসকল দল ভোক্তাদের সমস্যার সমাধান দিতে না পারলেও তারা এখানে অভিযোগ জানাতে পারেন। মন্ত্রণালয় পর্যায়ে নজরদারি রাখতেই এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কার্যক্রমটি অব্যাহত থাকবে।

[৪] বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল লতিফ বকসী বলেন, আপাতত নিয়ন্ত্রণ কক্ষটি ২৯ মার্চ পর্যন্ত এটি খোলা থাকবে। বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ২৩ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর-০২-৯৫৪৫৮৫৩। নম্বরটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়