শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের ডাক্তার-নার্সদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন বোপারা

স্পোর্টস ডেস্ক : [২] কিছুতেই যেনো থামছে না মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। নবীন এ সমস্যা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে বিশ্বের বড় বড় ও উন্নত দেশগুলোও। তবে মানুষের চিকিৎসার জন্য যারা নিয়োজিত রয়েছেন তাদের সেবায়ও এগিয়ে আসছেন অনেকে। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারা। ইএসপিএন

[৩] করোনাভাইরাসের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন বোপারা। ইংল্যান্ডে অবস্থিত বোপারার খাবারের দোকান স্যামস কিচেন থেকে যেকোনো সময় খাবার সরবরাহ করা হচ্ছে নার্স এবং চিকিৎসকদের। মেট্রো

[৪] নিজের টুইটার একাউন্টের এক বার্তায় চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইংলিশ অলরাউন্ডার লিখেছেন, প্রিয় এনএইচএস কর্মীরা, এই জরুরি সময়ে যে কঠোর পরিশ্রম করছেন আপনারা, আমার দোকানের চিকেন আপনাদের জন্য রইল।

[৫] বোপারার পাশাপাশি স্যামস কিচেনও তাদের টুইটার পেইজে একটি বার্তা দিয়েছে। চিকিৎসক-নার্সদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তারা লিখেছে, এই চ্যালেঞ্জিং সময়টাতে এনএইচএসে কর্তব্যরত আমাদের হিরোদের পাশে দাঁড়ানোর জন্য স্যামস চিকেনের পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করা হবে। স্যামস চিকেনের সব শাখায় এনএইচএস কর্মীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করবো আমরা।

[৬] ইংল্যান্ডে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ২৬৯ জন। যেখানে মৃত্যুবরণ করেছেন ১৪৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়