শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালবাহি ট্রেন ছাড়া সব ধরনের রেল যোগাযগ বন্ধ ঘোষণা

আরিফ হোসেন : [২] বুধবার (২৫ মার্চ) স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছিল একেবারে ফাঁকা। মঙ্গলবার দীর্ঘ লাইন ধরে যাত্রীরা টিকিট ফেরত দিলেও বুধবার স্টেশন ফাঁকা। মঙ্গলবারই যাত্রীদের সব টিকিট ফেরত নেওয়া হয়েছে। বাংলানিউজ ২৪, প্রথম আলো

[৩] রেলপথ মন্ত্রণালয় জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা চট্টগ্রাম স্টেশনে গিয়ে টিকিট ফেরত দেন। তাদের টিকিট ফেরত নিয়ে টাকাও দিয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

[৪] ট্রেন সার্ভিস বন্ধ থাকায় রেলওয়ের কয়েকটি বিভাগে অনেকে আছেন ছুটিতে। তবে মালামাল পরিবহনের ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।

[৫] নগরের সিআরবি দফতরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে পালাক্রমে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে রেলওয়ে স্টেশনে দায়িত্ব কমে যাওয়ায় অনেকে ছুটিতে গেছেন। ছুটিতে থাকলেও জরুরি কাজ করছেন বাসা থেকে।

[৬] রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকলেও মালামাল পরিবহনের ট্রেন চালু আছে। এ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।

[৭] রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ ইচ্ছুক না তিনি বলেন, যাত্রীবাহী ট্রেন বন্ধের বিষয়ে আগেই প্রস্তুতি নেওয়া ছিল। তবে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বাস বন্ধের ঘোষণা দেওয়ার পরই দ্রততার সঙ্গে সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়