শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দুটি বেসরকারি হাসপাতালকে আইসোলেশন ইউনিট ঘোষণা!

মুসবা তিন্নি : [২] রাজশাহীতে আইসোলেশন ইউনিট হিসেবে দুটি বেসরকারি হাসপাতালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ন্যস্ত করা হয়েছে। হাসপাতাল দুটি হচ্ছে নগরের লক্ষ্মীপুরে অবস্থিত সিডিএম হাসপাতাল ও রাজশাহীর মতিহার থানাধীন মাসকাটাদিঘি এলাকায় অবস্থিত ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার ট্রাস্ট। এর আগে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল ও রাজশাহী কুষ্ঠ নিরাময় কেন্দ্র এই উদ্দেশ্যে প্রস্তুত করা হয়।

[৩] মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালককে রাজশাহী জেলা প্রশাসক চিঠি দিয়েছেন। চিঠিতে করোনা ভাইরাসে সংক্রমিত (সন্দেহভাজন) ব্যক্তিদের হাসপাতালে রেখে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হাসপাতাল দুটির সব কেবিন ও ওয়ার্ড সাময়িকভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

[৪] পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে তাঁর অধীনে পরিচালিত রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের অধীনে ন্যস্ত করার অনুরোধ করা হয়েছে। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বলা হয়েছে।

[৫] সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল চৌধুরী বলেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। তবে এই ভাইরাস মোকাবিলায় তাঁদের চিকিৎসক দল প্রস্তুত নেই। সরকারকেই চিকিৎসক দিতে হবে।

[৬] রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, সিডিএম হাসপাতালে ৬০টি শয্যার ব্যবস্থা করতে পারবেন। ক্যানসার হাসপাতালে এই মুহূর্তে ২০টি শয্যা রয়েছে। সেটিকেও পরে ৬০ শয্যায় উন্নীত করা যাবে।

[৭] এর আগে ৩০ শয্যার রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতাল ও ১০ শয্যার কুষ্ঠ নিরাময় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। সেখানে কর্মরত তিনজন চিকিৎসকের মধ্যে বর্তমানে দুজন রয়েছেন। সেখানে সাতজন নার্স দেওয়া হয়েছে। কোনো রোগী না পাওয়ার কারণে ওয়ার্ডগুলোতে তালা দিয়ে রাখা হয়েছে।

[৮] সেখানে আইসোলেশন ইউনিটের চিকিৎসক ও নার্সদের সুরক্ষা পোশাক ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে সেখানে ভেন্টিলেটর নেই, আইসিইউ নেই, সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই, কিটের সরবরাহ নেই। তবে অক্সিজেনের সিলিন্ডার রয়েছে।

[৯] রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) গোপেন আচার্য্য বলেন, এই হাসপাতালগুলোর মধ্যে সিডিএম হাসপাতালে ছয়টি আইসিইউ বেড রয়েছে। এর মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়