শিরোনাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে করোনা সনাক্ত নারীর বাড়ি হোম কোয়ারেন্টাইন ঘোষণা

আমান উল্লাহ : [২] সৌদি আরব থেকে ওমরাহ থেকে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে কক্সবাজার জেলায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী । গত ১৩ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেন।

[৩] ওই নারীর ছেলে জানান, তার পরিবারে তিনি ছাড়াও স্ত্রী, একজন কাজের মেয়ে এবং দুই ছেলে ও এক রয়েছেন। বর্তমানে তারা অনেকটা ‘বন্দি’ অবস্থার মধ্যে পড়েছেন নিজের বাড়িতে। বাইরে পুলিশ বাড়িটির সামনে অবস্থা নিয়েছে এবং বাড়ির বাইরে হোম কোয়ারেন্টাইনের ব্যানার টানিয়ে দিয়েছে পুলিশ।

[৪] তিনি আরো জানান, ওমরা থেকে বাড়ি ফিরেই তার মা অসুস্থ হয়ে পড়েন। তিনি একইসঙ্গে সর্দি, জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগেন। তাকে ১৮ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার করোনা হয়েছে বলে সন্দেহ করেন।

[৫] জেলা প্রশাসক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, কক্সবাজারে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী বিদেশফেরত। আমাদের স্থানীয়দের মধ্যে কেউই আশঙ্কার মধ্যে নেই। তারপরও সবাইকে কোনোভাবে সতর্কে অবহেলা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়